× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেকর্ড ভেঙ্গে বক্স অফিসে  ‘পুষ্পা ২’ এর ম্যাজিক

বিনোদন ডেস্ক।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত বৃহস্পতিবার ভারতসহ বিশ্বব্যাপি মুক্তি পেয়ে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২ঃ দ্য রুল’। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পাঃ দ্য রাইজ’-এর দ্বিতীয় সিকুয়েল এটি। 


ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার প্রথম দিনেই সব রেকর্ড ভেঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রিজের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনারের খ্যাতি পায়। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। 


বিশ্বজুড়ে মোট ৬টি ভাষায় এবং ১০ হাজারেরও বেশি স্ক্রিনে দেখা যাবে ‘পুষ্পা ২ঃ দ্য রুল’। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দি ভাষাসহ বাংলাতেও প্রেক্ষাগৃহে চলছে ‘পুষ্পা টু’। 


‘স্যাকনিল্ক’-এর তথ্যআনুযায়ী, ছবিটি প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে শুধু ভারতের বক্স অফিস থেকেই ১৭৪.৯ কোটি সংগ্রহ করেছে। সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ ৯০.১০ কোটি। ফলে সেদেশের হিসাবে ছবির দুই দিনের ব্যবসা দাঁড়ায় ২৬৫ কোটিতে। এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মিলিয়ে সেই অঙ্ক ছাড়িয়েছে ৪০০ কোটিতে।


স্যাকনিল্ক থেকে আরও জানা যায়, ভারতসহ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে তৃতীয় দিনে ছবিটির মোট আয় পৌঁছাতে পারে ৫৫০ কোটিতে।


সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ঃদা রুল’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল। এছাড়াও, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে সিনেমাটি। ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।


সূত্র : স্যাকনিল্ক, ইন্ডিয়া টুডে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.